Latest News

লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব! মহিষাদলে গ্রেফতার এক

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর (Laksmir Bhandar) সুবিধা নিতে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে ভিড় করছেন মহিলারা (Women)। রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ চলছে। মহিষাদলে (Mahishadal) মহিলাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই প্রকল্পের কেন্দ্রেই অসাধু জাল ছড়িয়েছে। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার টাকা। এই ঘটনায় পুলিশের জালে জড়িয়েছেন এক যুবক।

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ, দিল্লিতে আটক অকালি দলের দুই শীর্ষ নেতা-নেত্রী

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার মহিষাদলে। বেশ কয়েকজন মহিলা ওই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তুষার অধিকারী। বাড়ি মহিষাদল থানা এলাকার গোপালপুর গ্রামে।

ভুক্তভোগীরা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সময় ওই যুবক বিডিও অফিসের কর্মী বলে নিজের পরিচয় দিয়েছিলেন। অনেকের কাছ থেকে ফোন নম্বর চেয়ে নিয়েছিলেন। তার কিছুদিন পরেই ওই মহিলাদের ফোন করে তাঁদের বাড়ি যান তিনি। লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ এসেছে কিনা জানতে চান। এরপর তাঁদের কাছ থেকে ব্যাঙ্কের পাস বই আধার কার্ড এমনকি আঙুলের ছাপ পর্যন্ত আদায় করে নেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়ে হয়ে যাওয়ার কথা বুঝতে পেরেই থানায় যান মহিলারা। বিডিও অফিসারের সঙ্গেও পরামর্শ করেন তাঁরা। অভিযোগ, এর আগেও অনেককে নানাভাবে ঠকিয়েছেন ওই যুবক। মহিষাদল থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like