
দ্য ওয়াল ব্যুরো: মহেশতলা (Maheshtala) অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মৃত সোমা মণ্ডলের দ্বিতীয় পক্ষের স্বামী প্রভাস মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সোমবার আলিপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য আখড়া কৃষ্ণনগর পূর্বপাড়ার এই ঘটনায় দুই নাবালক সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু হয় ওই মহিলার।
দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে ওই মহিলার বিশেষ বনিবনা ছিল না। দুই সন্তানকে নিয়ে একাই ভাড়া থাকতেন। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সেই ভাড়াবাড়িতে বিধ্বংসী আগুন লাগে। পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের দুটি ইঞ্জিন এলাকায় পৌঁছেও যায়। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মৃত্যু হয় সোমা মণ্ডল, রাহুল মণ্ডল ও সাহেব মণ্ডলের।
মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় পক্ষের স্বামী প্রভাস মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে মহেশতলা থানার পুলিশ। জেরায় বেশ কিছু অসঙ্গতি পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪৯৮এ ও ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবারই রাজ্য ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে।
গোটা ঘটনায় থমথমে পরিবেশ আকড়ার কৃষ্ণনগরে। ভয়ে কাঠ হয়ে আছে এলাকাবাসী।
রমজানে নামাজ পড়বেন ক্যাবচালক, তাই নিজের আসন ছাড়লেন মুম্বইয়ের তরুণী! ভাইরাল সম্প্রীতির ছবি