Latest News

Maheshtala: আবর্জনার স্তূপে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত কিশোর

দ্য ওয়াল ব্যুরো: ডাস্টবিনে আবর্জনার স্তূপ ঘাঁটার সময় বোমা বিস্ফোরণে আহত এক কিশোর। মহেশতলার (Maheshtala) শ্যামপুর এলাকার ঘটনা। সঞ্জু নামে বছর বারোর ওই কিশোর এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর রবিবার সন্ধেয় মহেশতলা (Maheshtala) পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার কয়েকজন কিশোর খেলছিল। তারা খেলতে খেলতে কাছের একটি ডাস্টবিনের সামনে চলে যায়। খেলার বল ডাস্টবিনের মধ্যে ঢুকে যায়। সেই বল খুঁজতে গিয়েই বিপত্তি ঘটে। হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় সঞ্জু নামে ওই কিশোর।

বাংলার ঘরেই আছে সবচেয়ে বেশি সাইকেল! নবান্ন বলছে, এক কোটি পরিবার পেয়েছে সবুজসাথী

তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে মহেশতলা পুর হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে ওই কিশোরকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মুখ ঝলসে গিয়েছে। সোমবার সকাল থেকে এলাকার ডাস্টবিন পরিষ্কার শুরু করে পুরসভার সাফাই কর্মীরা।

কিন্তু কীভাবে ওই আবর্জনার স্তূপে বোমা এল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা এ বিষয়ে কিছু বলতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানা।

You might also like