
পেরিয়ে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। তাঁর বয়স হয়েছে ৯২। তার পরেও জিতলেন তিনিই। যে মানুষটির হাতে ধরে আধুনিক মালয়েশিয়া তৈরি হয়েছিল, বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন যিনি, সেই আধুনিক মালয়েশিয়ার রূপকার মহাথির মহম্মদের যুগে আবারও ফিরল মালয়েশিয়া।
বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আগাম হিসেবনিকেশে পাল্লা ভারী ছিল প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দিকেই। কিন্তু সে সব মিথ্যে প্রমাণ করে, জিতে গেল ৯২ বছর বয়সি মাহাথির মহম্মদের নেতৃত্বাধীন জোট। রাজনীতির একটি সূত্র বলছে, গুরুর কাছে হার হল শিষ্যের। মানুষ আবার মহাথির-যুগই ফিরে পেতে চাইছেন।
গত কাল রাতেই ৯২ বছর বয়সি মহাথিরের সমর্থকদের মালয়েশিয়ার রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। জানা যায়, নতুন সরকার গঠনের জন্য মহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন রাজাক। শিগগিরই শপথ নেবেন তাঁরা
সূত্রের খবর, ২২২ আসনের মধ্যে ২০৭টির ফল মিলেছে। এর মধ্যে ১১২টি আসনে জয় পেয়েছেন মহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান। নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৫ আসন। সরকার গঠন করতে ন্যূনতম ১১২ আসন দরকার। বিরোধী পক্ষের এই জয়ের খবর পেয়ে বুধবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করে দেন নাজিব।
ফোটো সৌজন্য- আল জাজিরা