Latest News

Madhyamik: অঙ্ক খাতা না দেখানোয় পরীক্ষার্থীর মাথা ফাটাল ছাত্র! জলপাইগুড়ি জেলা স্কুলে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: ফের মাধ্যমিক (madhyamik) পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল জলপাইগুড়িতে! এবার উত্তরপত্র না দেখানোয় এক ছাত্রের মাথা ফাটিয়ে দিল অপর এক ছাত্র! আহত ছাত্র ঋষভ দাস জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

স্কুল সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমিক (madhyamik) পরীক্ষার সিট পড়েছিল জলপাইগুড়ি জেলা স্কুলে। আজ অঙ্ক পরীক্ষা ছিল। তখনই ঋষভ দাস নামের এক ছাত্রকে উত্তরপত্র দেখানোর জন্য জোরাজুরি করছিল ওই স্কুলেরই অপর এক ছাত্র। সেই সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষ হলে ঋষভের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত ওই ছাত্রটি। মেরে ঋষভের মাথা ফাটিয়ে দেয় সে!

“ঘটনায় জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারই বলেন, “ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই মাধ্যমিক (madhyamik) পরীক্ষা চলার সময়ে জলপাইগুড়ি আনন্দমডেল স্কুলে একই ঘটনা ঘটেছিল। সেই সময় তিন ছাত্র জখম হয়। এরপর আজ ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তারিখ পাল্টালো জয়েন্ট মেইন পরীক্ষার, কবে থেকে? জানুন বিস্তারিত

You might also like