
দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে অনেক পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে।
বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। ১৩ তারিখ থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এছাড়াও অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তো তা সংশোধন করা যাবে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত।
২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষার পরীক্ষা
২৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষার পরীক্ষা
২৫ ফেব্রুয়ারি: ভূগোল
২৮ ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান
১ মার্চ: ইতিহাস
২ মার্চ: অঙ্ক
৩ মার্চ: ভৌতবিজ্ঞান
৪ মার্চ: ঐচ্ছিক পরীক্ষা
এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর হয় তবে সেই পরীক্ষা কেন্দ্রের রেজাল্ট আটকে দেওয়া হবে। পরীক্ষার আগে ও পরে পরীক্ষা কেন্দ্রের ছবি তুলতে হবে।
সেই সিপিএম আর সেই কংগ্রেস নেই, ত্রিপুরায় মমতার নিশানায় দলবদলুরাও