
ভিডিওতে দেখা যাচ্ছে, সইফুদ্দিন পাটলিওয়ালা নামে এক ব্যক্তিকে রাঠোর মারধর করছেন। সইফুদ্দিনের অপরাধ, তিনি একটি গরুর সামনে মূত্রত্যাগ করেছেন। মানিক চক থানার স্টেশন-ইন-চার্জ সচিন দাবার জানিয়েছেন, ভিডিওটি দেখেই পুলিশ নিগৃহীত সইফুদ্দিনকে খুঁজে বের করে, তার অভিযোগের ভিত্তিতেই রাঠোরকে গ্রেফতার করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাঠোর কেন গরুর সামনে প্রস্রাব করেছে বলে বারবার জেরা করায় সইফুদ্দিন ক্ষমা চাইছেন, তবে তা সত্ত্বেও তাঁকে চড় মারতে যাচ্ছেন রাঠোর।