
দ্য ওয়াল ব্যুরোঃ প্রকাশ্য স্থানে প্রস্রাব (urinate) করা অপরাধ (crime) বটে, কিন্তু তা জেনেও বহু লোক রাস্তাঘাটে লোকজন থাকুক বা না থাকুক, চোখ বুজে প্রাকৃতিক কাজ সারতে কুণ্ঠা বোধ করে না। এজন্য কারও শাস্তি (punishment) হয়েছে বলেও শোনা যায়নি কখনও। কিন্তু গরুর (cow) সামনে প্রস্রাব! এজন্য মার (beaten)খেতে হল একজনকে। মধ্যপ্রদেশের রতলম জেলায় গরুর সামনে প্রস্রাব করায় একটি লোককে গালিগালাজ, মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর আলোড়ন পড়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর মানিক চক থানার পুলিশ অভিযুক্ত বীরেন্দ্র রাঠোরকে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছে করে কাউকে আঘাত করা), ২৯৪ (অশালীন কাজকর্ম), ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) প্রভৃতি ধারায় গ্রেফতার করেছে (arrest)।
ভিডিওতে দেখা যাচ্ছে, সইফুদ্দিন পাটলিওয়ালা নামে এক ব্যক্তিকে রাঠোর মারধর করছেন। সইফুদ্দিনের অপরাধ, তিনি একটি গরুর সামনে মূত্রত্যাগ করেছেন। মানিক চক থানার স্টেশন-ইন-চার্জ সচিন দাবার জানিয়েছেন, ভিডিওটি দেখেই পুলিশ নিগৃহীত সইফুদ্দিনকে খুঁজে বের করে, তার অভিযোগের ভিত্তিতেই রাঠোরকে গ্রেফতার করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাঠোর কেন গরুর সামনে প্রস্রাব করেছে বলে বারবার জেরা করায় সইফুদ্দিন ক্ষমা চাইছেন, তবে তা সত্ত্বেও তাঁকে চড় মারতে যাচ্ছেন রাঠোর।