
দ্য ওয়াল ব্যুরো: চাকার তলায় চলে এসেছিল ছোট্ট একটি কুকুরছানা। প্রাণপণে ব্রেক কষেও বিশালাকার ট্রাকটি থামাতে পারেননি চালক। পিষে যায় কুকুরটি, মারা যায় সে। এর পরেই স্থানীয়রা খেপে উঠে মারধর করেন ওই চালককে। শেষমেশ গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল ওই চালকের।
পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের রেওয়া জেলার নৈগাড়ি থানার একটি গ্রামের এই ঘটনায় আত্মঘাতী ট্রাকচালক রাজকরণ বিশ্বকর্মার বয়স ২৮ বছর।
নৈগাড়ির অ্যাডিশনাল পুলিশ সুপার শিবকুমার বর্মা বলেন, “ট্রাকের চাকার তলায় কুকুরছানার পিষে যাওয়ার দৃশ্য দেখেছিল দুই স্থানীয় বাসিন্দা ছোটু এবং সন্দীপ প্যাটেল। তারা চালকের বাড়ি গিয়ে তাঁকে মারধর করে। এর পরেই ওই চালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে যুবককে।”
অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জেরা। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই চালক।