
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা (KKR) বিদায় নিলেও আইপিএলের (IPL 2022) দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল লখনউ (Lucknow)। তারা ১৮ পয়েন্টে পৌঁছে গেল। শ্রেয়সদের হারে সুবিধে হল বেঙ্গালুরু ও দিল্লির।
লখনউয়ের পয়েন্ট ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট। যদিও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নয় সুপার জায়ান্টসের। রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইকে হারালে তারাও পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। রান রেট ভাল রাখতে পারলে তারা দুইয়ে চলে আসবে সেইসময়।
সেক্ষেত্রে লখনউকে তৃতীয় দল হিসেবে এলিমিনেটরে মাঠে নামতে হতে পারে। তবে রাজস্থান শেষ ম্যাচে হারলে লখনউ দ্বিতীয় দল হিসেবে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে গুজরাটের বিরুদ্ধে।
KKR Lost: লড়াই করেও বিদায় শ্রেয়সদের, ইডেনে খেলা আর হল না কেকেআরের
রাজস্থান শেষ ম্যাচে হারলে তাদের সংগ্রহে থাকবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে আরসিবি শেষ ম্যাচে গুজরাটকে হারালে এবং দিল্লি শেষ ম্যাচে মুম্বইকে হারালে তারাও ১৬ পয়েন্টে পৌঁছবে।
তিন দলের মধ্যে ২ দল তখন রান-রেটের নিরিখে প্লে-অফে যাবে। বিরাট কোহলিদের রান রেট ভাল নয়। তারা যদি পরের ম্যাচে রানব রেট ভাল রাখতে পারে, তা হলে তাদের শেষদিকে সুযোগ থাকছে। রাজস্থানের ভাগ্য সুপ্রসন্ন থাকলে তারা প্লে অফে যাবেই, ধরে নেওয়া যায়।