Latest News

সপ্তমীতে মিলতে পারে বেশ কিছু সুখবর, হাতছাড়া হবে চালু সুযোগও

দ্য ওয়াল ব্যুরো: ১ অক্টোবর, অর্থাৎ সপ্তমী (Saptami) পুজোর (Durga Puja) দিন থেকে বাড়তে পারে পোস্ট অফিসের (post office) স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের (interest) হার। এছাড়া পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ও পিপিএফ সঞ্চয় প্রকল্পেও বাড়বে সুদের হার। এমনটাই ইঙ্গিত মিলছে সরকারি সূত্রে। এর ফলে অবসরপ্রাপ্ত (retired) এবং সুদ বাবদ আয়ের উপর নির্ভরশীল নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন।

সপ্তমীর দিন থেকে কমতে পারে রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG) দাম। ডোমেস্টিক এবং কমার্শিয়াল, দুই ধরনের গ্যাস সিলিন্ডারের দামই কমানোর পরিকল্পনা রয়েছে। উৎসবের সময় বড় স্বস্তি আসতে পারে এর ফলে।

সরকারি সূত্রে খবর, অক্টোবরে কিছুটা বাড়বে সিএনজির দাম। দিল্লি, মুম্বই সহ বড় কয়েকটি শহরে সিএনজিতে সব ধরনের যানবাহন চলে। কলকাতায় সিএনজি চালু হয়নি। ফলে সিএনজির দাম বৃদ্ধির প্রভাব কলকাতা সহ বেশিরভাগ শহরেই পড়বে না।

১ অক্টোবর থেকেই অটল পেনশন যোজনার সুবিধা হারাবেন বহু নাগরিক। যারা আয়কর রিটার্ন জমা করেন, অর্থাৎ বছরে আয় আড়াই লাখ টাকার বেশি তারা আর এই পেনশন যোজনার সুবিধা পাবেন না। এতদিন, ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সব নাগরিক এই স্কিমের সুবিধা পেতেন।

গেহলট বাহিনীর বিদ্রোহ! গণ ইস্তফার হুমকি রাজস্থানের ৯০ কংগ্রেস বিধায়কের

You might also like