Latest News

ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন দু’ক্ষেত্রেই দাম বাড়ল মঙ্গলরাত থেকে।

ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১.৭৬ টাকা করে বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৩৫.৫০ টাকা বাড়ল ৷

মঙ্গলবার রাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই দামবৃদ্ধির কথা জানিয়ে দেওয়া হয়। আইওসি জানায়, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যের পরিবর্তনের কারণেই দাম বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় সরকার এখন পরিবার পিছু বছরে ১২ টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। বাড়তি সিলিন্ডার  লাগলে তা কিনতে হয় বাজার দরে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্য অনেকেই দায়ী করেছেন জিএসটি ব্যবস্থাকে।

You might also like