
দাম বাড়ার ফলে এখন গ্যাসের জন্য পকেট থেকে ৯১১ টাকা খসবে মধ্যবিত্তের। যা একেবারেই স্বস্তিদায়ক নয়। এমনিতেই আতিমহামারী আবহে সাধারণ মানুষের রোজগারে ভাঁটা পড়েছে। তার উপর চারপাশে জিনিসপত্রের দামও লাগামছাড়া। গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ায় স্বভাবতই চোখে সর্ষেফুল দেখছেন সাধারণ মধ্যবিত্তরা। লাগাতার মূল্যবৃদ্ধিতে বিরাম নেই।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিশ্বভারতীর বিদ্যুৎ, নিরাপত্তার দাবিতে পুলিশকেও ই-মেল
পেট্রোল ডিজেলের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলও ৯০-এর উপর দামে বিকোচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফলে মঙ্গলবারই ধর্মঘট ডেকেছিল পেট্রোল পাম্পগুলি। এরইমধ্যে এখন রান্নার গ্যাসও হাজার ছুঁতে চলল। গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। এই নিয়ে পরপর তিন মাস ২৫ টাকা করে রান্নার গ্যাসের দাম বাড়ল। কমার কোনওল লক্ষণই নেই।