
দ্য ওয়াল ব্যুরো: ভারী বর্ষণ নয়, ছিটেফোঁটা বৃষ্টিতেই (Rain) তুষ্ট থাকতে হবে আপাতত, আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলছে (Weather)। বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বেঁধেছে ঠিকই, তবে বাংলার (Bengal) উপকূলে সেই নিম্নচাপ দাঁত নখ বের করতে পারবে না। দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপের আসল অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত। তাছাড়া মৌসুমী অক্ষরেখাও নিজস্ব অবস্থান থেকে খানিক দক্ষিণে রয়েছে। আর তাই এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না।
আগামী কয়েকদিন কলকাতাসহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ভিজতে পারে মুর্শিদাবাদ আর বর্ধমানও। তবে কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টির দাপট কমে গেছে উত্তরবঙ্গেও। সেখানে আগামী ১৮ তারিখের পর থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পূর্বাভাস, ২০ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনে উত্তরবঙ্গে গরম বেড়ে গেছে অনেকখানি। সূর্যের আলো সরাসরি পড়ায় তাপমাত্রা বেড়েছে ৭ থেকে ৮ ডিগ্রি। গত চার-পাঁচ বছরে উত্তরবঙ্গে এমন ঘটনা দেখা যায়নি বলেই জানাচ্ছেন আবহবিদরা।
আরও পড়ুন: বাংলায় আবারও ভোলবদল হতে চলেছে আবহাওয়ার, বৃষ্টি কি বিদায় নেবে?