
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার কিছু পরে রোহিণী আদালতে বিস্ফোরণ হয়েছে। হঠাৎ জোরালো শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় চারদিকে। আদালত চত্বর থেকে বিস্ফোরক পাওয়া গেছে বলে খবর, পুলিশ তা উদ্ধার করেছে। এখনও পর্যন্ত একজনের আহত হওয়ার খবর মিলেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বিভাগ জানিয়েছে, কী থেকে কেন এই বিস্ফোরণ হল তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার যে ছবি উঠে এসেছে, তাতে দেখা গেছে বিস্ফোরণের ফলে আদালত চত্বরে মেঝেতে একটি ছিদ্র হয়ে গেছে। ব্যাপক হইহই পড়ে গেছে সেখানে। আদালতের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, আতঙ্কিত সকলেই।
এক পুলিশ অফিসার জানিয়েছেন, একটি ল্যাপটপের ব্যাগ থেকে এই বিস্ফোরণ হয়েছে। সেখানে বিস্ফোরক রাখা ছিল। তদন্ত চলছে।