Latest News

লটারির রেজাল্ট শিটে কারচুপি! ব্যান্ডেলে অভিনব কায়দায় চুরির চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোড কৈলাসনগর মোড়ে একটি লটারির দোকানে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাইকে চেপে দোকানে আসে এক ব্যক্তি। দোকানের ভিড় ফাঁকা হওয়া পর্যন্ত অপেক্ষা করে সে। তারপর দোকানদার বিকাশ ঘোষকে সে জানায়, তার একটি টিকিটে প্রাইজ লেগেছে। দোকানের কর্মী টিকিট মিলিয়ে দেখেন, আড়াইশো টাকার ২৫ টি প্রাইজ লেগেছে, অর্থাৎ মোট ৬২৫০ টাকা দিতে হবে।

এরপরেই ওই ব্যক্তি জানায়, সে কিছু টাকার টিকিট নেবে। টিকিটটা ভাঙিয়ে দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করে সে। বিকাশবাবু রাজি হলে সে বলে, টিকিটের দাম বাবদ ৭২০ টাকা কেটে প্রাইজের টাকার বাকিটা তাকে দিয়ে দিতে হবে। উত্তরে বিকাশবাবুব জানান, তাঁর কাছে এই মুহূর্তে এত টাকা নেই। টাকা আনতেই ডিস্ট্রিবিউটরের কাছে যান বিকাশ ঘোষ। তখনই বুঝতে পারেন, আরেকটু হলেই ঠকে যাচ্ছিলেন তিনি।

ডিস্ট্রিবিউটরের কাছে টিকিট মেলাতে গিয়ে দেখা যায়, আদৌ ওই নম্বরে কোনও প্রাইজ লাগেনি। সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যান বিকাশবাবু। দেখেন, ততক্ষনে পালিয়েছে ওই প্রতারক। কিন্তু কীভাবে একই টিকিটে প্রাইজ লেগেছে বলে দেখাতে পারল ওই ব্যক্তি? বিকাশবাবুর দাবি, গোলমাল রয়েছে রেজাল্ট শিটেই। লটারির ফল প্রকাশ পেলে ওয়েবসাইট থেকে তা প্রিন্ট করে দোকানে টাঙিয়ে রাখেন তিনি। ওই প্রতারক আগে থেকেই একটি ভুয়ো রেজাল্ট শিট তৈরি করে এনেছিল বলে মনে করছেন বিকাশবাবু। দোকানে ভিড়ের সুযোগে কায়দা করে সে বদলে দেয় রেজাল্ট, এমনটাই দাবি দোকানদারের।

ডিস্ট্রিবিউটরের কাছে না গেলে হয়তো বুঝতেও পারতেন না, কীভাবে ঠকতে যাচ্ছিলেন তিনি, দাবি বিকাশবাবুর। আরও বেশ কয়েক জায়গায় এমন অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে বলে জানতে পারা গেছে।

ছেলেকে খুঁজতে গাফিলতি দেখিয়েছে পুলিশ, বাগুইহাটি থানার সামনে ধর্নায় বাবা-মা

You might also like