Latest News

Lottery: দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, এবার মৌসুনি দ্বীপে লটারি কেটে ভাগ্য বদলের গল্প

দ্য ওয়াল ব্যুরো:  সংসারে প্রবল অনটন। বলতে গেলে নতুন আনতে পান্তা ফুরানো অবস্থা। পাতার ছাউনি ঘরে স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে কোনরকমে দিনমজুরি করে চালিয়ে নিতেন। তাই ভালানাথ হাজরা ভেবেছিলেন অন্ধ্রপ্রদেশে কাজে যাবেন, তাতে একটু হলেও সংসারের হাল ফিরবে। কিন্তু এক রাতের মধ্যে ঘুরে গেল এই দিনমজুরের ভাগ্যের চাকা। লটারি (Lottery) টিকিট কেটে পেয়ে গেলেন ১ কোটি টাকা। ফলে দিনমজুর ভোলানাথ এখন রাতারাতি কোটিপতি (Crorepati)!

গঙ্গাসাগরের (Gangasagar) উত্তর হারাধনপুর যমুনা খালিতে বাড়ি হলেও স্ত্রী অর্চনা ও দুই ছেলে-মেয়েকে নিয়ে মৌসুনি দ্বীপের (Mousuni Island) কুসুমতলার শ্বশুরবাড়িতে থাকেন ভোলানাথ। ঘূর্ণিঝড় আমফানের সময় একেবারে ভেঙে পড়ে তাঁর বাড়ি। পরে কোনরকমে গাছের পাতা, পঞ্চায়েতের দেওয়া প্লাস্টিক দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নেন। এভাবেই দিন চলে যাচ্ছিল। কিন্তু ১২ মে, মানে গত বৃহস্পতিবার লটারির টিকিট কাটেন। পরের দিন অর্থাৎ শুক্রবার সন্ধেয় ভোলানাথ জানতে পারেন প্রথম পুরস্কারটাই পেয়েছেন। সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে ছুটে যান মৌসুনি দ্বীপের পুলিশ ক্যাম্পে। তখন‌ও ভাগ্য ফেরার কথা জানতে পারেননি স্ত্রী অর্চনা। গ্রামবাসীদের মুখে খবর পেয়ে তিনিও হাজির হন পুলিশ ক্যাম্পে। পরে ওই দম্পতিকে ফ্রেজারগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

এইভাবে হঠাৎ ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় খুশি হাজরা দম্পতি। অর্চনাদেবী জানান আগে জায়গা কিনে পাকা বাড়ি তৈরি করবেন। স্বামীকে আর দিনমজুরের কাজ করতে দেবেন না। এবার দু’জনে মিলে একটা ব্যবসা করতে চান।

ভোলানাথ হাজরার লটারি জেতার খবর পেয়ে মৌসুনি পুলিশ ক্যাম্পে ভিড় করেন গ্রামবাসীরা। আপাতত তাঁদের ফ্রেজারগঞ্জ থানার ওসি শুভেন্দু দাসের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

You might also like