
দ্য ওয়াল ব্যুরো: বিমানে মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষকে শোকজ করেছে দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থা ডিজিসিএ (ডিজিসিএ)। পাশাপাশি লুকআউট নোটিস জারি করা হয়েছে মুম্বইয়ের সেই ব্যবসায়ীর বিরুদ্ধে যিনি বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন। মাঝ আকাশে বিমানে কীভাবে একজন যাত্রী অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করে দিতে পারেন, আর সব জেনেও কীভাবে বিমানকর্মীরা এতটা নির্লিপ্ত থাকতে পারেন, সে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ডিজিসিএ।
বৃদ্ধা অভিযোগ করেছিলেন, সব ঘটনা জেনেও ওই ব্যক্তিকে বিনা বাধায় বিমান থেকে নেমে যেতে দেওয়া হয়েছিল। অভিযুক্তের পরিচয় তখন জানা যায়নি। শুধু জানা গিয়েছিল তিনি মুম্বইয়ের বাসিন্দা। তবে বর্তমানে অন্য কোথাও রয়েছেন। অভিযুক্তের শাস্তি দাবি করে বৃদ্ধা সরাসরি টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখেন। এরপরেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ। অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শঙ্কর মিশ্র। তিনি একটি ফিনান্সিয়াল কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে। ঘটনার তদন্তের জন্য কমিটি তৈরি হয়েছে।
১৮ হাজার কর্মী ছাঁটাই আমাজনে! বছরের গোড়ায় দুঃসংবাদ, বিশ্বজুড়ে থাবা বসাচ্ছে আর্থিক মন্দা
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে। বৃদ্ধার অভিযোগ ছিল, মধ্যাহ্নভোজের পর এক ব্যক্তি মত্ত অবস্থায় তাঁর আসনের দিকে এগিয়ে আসেন। অভিযোগ, তিনি পোশাক খুলে প্রকাশ্যেই তাঁর গায়ে প্রস্রাব করেন। প্রস্রাবের পরেও পোশাক খোলা অবস্থাতেই সেখানে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। এরপরে বিমানকর্মীদের বৃদ্ধা জানান যে তাঁর সিট, জামাকাপড়, জুতো সব ভিজে গেছে। তখন তাঁকে অন্য আসনে বসিয়ে জামাকাপড় ও জুতো দেওয়া হয়। পরে সিট পরিষ্কার হলে সেখানে ফিরে আসেন বৃদ্ধা। তাঁর দাবি, বিমানকর্মীরা তাঁর অভিযোগ গ্রাহ্য করেননি। তাঁকে কোনওরকম সহায়তাও করা হয়নি।
আপাতত ওই ব্যক্তিকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে বিমান সংস্থা।