
দ্য ওয়াল ব্যুরো: সাড়ে তিন বছর সময় কম নয়। এতটা দীর্ঘ সময় তিনি জেলে কাটিয়ে এসেছেন। জেল জীবন যে কী তা হাড়ে হাড়ে বুঝেছেন তিনি। সেই তিনি মদন মিত্র (Madan Mitra) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেলের একাকীত্ব নিয়ে দর্শনের কথা শোনালেন।
এদিন তারকেশ্বরে গিয়েছিলেন মদন। পুজো দিয়ে বেরনোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মদন বলেন, “জীবনে একা (Loneliness) চলতে শেখাটাও একটা আর্ট (Art)! যখন সময় তোমায় শিখিয়ে দেবে, একা চলার সময়ে কী ভাবে লড়তে হয়।”
হিটলার থেকে গৌতম বুদ্ধের উদাহরণ টেনে আনেন মদন। অনেকের সেসব শুনে মনে হতে পারে প্রসঙ্গ বহির্ভূত। কিন্তু পার্থর জেলের একা-জীবন নিয়ে বলতে গিয়ে মদন বলেছেন, “হিটলারও বাঙ্কারে একাই গিয়েছিলেন। সঙ্গে ছিলেন শুধু এভা ব্রাউন। পৃথিবীর ইতিহাস বলে, গৌতম বুদ্ধও একাই পুজো দিতে গিয়েছিলেন।”
৫৯-এ মাধ্যমিক পাশ বারুইপুরের হোমগার্ডের! অবসরের আগে স্বপ্নপূরণ
গতকাল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। পার্থবাবুকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে। অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। একটা ছোট্ট সেলে মেঝেতে শুতে হচ্ছে পার্থকে। বিছানা বলতে পাতা রয়েছে তিনটে কম্বল। আর একটা টেবিল ফ্যান দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।
শুক্রবার যখন পার্থবাবুকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তখন নাকি হতাশা ভরা গলায়, দীর্ঘশ্বাস ফেলে প্রাক্তন মন্ত্রী বলেছিলেন, “আজ আমার পাশে কেউ নেই!” এই কয়েকদিন আগেও সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত যাঁর পাশে গিজগিজ করত লোক, আজ তিনি একা। অনেকে বলেন, একেই বলে সময়ের ফের! জেলবন্দি সেই পার্থর উদ্দেশে মদন যেন পরামর্শ দিলেন, একা থাকাটাও একটা শিল্প! কিন্তু সেই শিল্প কি রপ্ত করতে পারবেন সদ্য প্রাক্তন শিল্প মন্ত্রী? সেটাই লাখ টাকার প্রশ্ন।