
দ্য ওয়াল ব্যুরো: চুইংগাম খাওয়ার অভ্যেস আমাদের অনেকেরই আছে। কিছুক্ষণ ধরে চিবোনোর পরে চুইংগামের শেষ ছিবড়েটা মুখ থেকে ফেলে দিই আমরা। আর সেই ফেলে দেওয়া চুইংগামই কুড়িয়ে নেন লন্ডনের বাসিন্দা বেন উইলসন। খুঁজে খুঁজে সংগ্রহ করেন রাস্তায় পড়ে থাকা চুইংগাম। আর সেই চুইংগাম দিয়েই তৈরি করেন নিত্যনতুন শিল্প!
চুইংগামের ছিবড়েকে ইচ্ছেমতো আকার দিয়ে, তার ওপরে তুলির আঁচড়ে রংবেরঙের ছবি আঁকেন বেন। তার পরে সেই রঙিন শিল্পগুলো আটকে দেন নানা জায়গায়। বেশিরভাগ সময়েই টেমস নদীর পাড়ে দেখা যায় বেন উইলসনকে। রং তুলি নিয়ে সেখানে বসেই একমনে চুইংগামের উপরে ছবি আঁকেন তিনি। তার পরে বার্নিশ করে চকচকে করেন নিজের কাজকে। শেষে সেই শিল্পগুলি আটকে দেন নদীর উপরের রেলিংয়ের গায়ে।
দেখে মনে হয়, নানা রঙে রঞ্জিত ছোট ছোট চাকতি দিয়ে রেলিং সাজিয়েছে কেউ। বলে না দিলে যে কারও পক্ষে বোঝা মুশকিল, সেগুলি চুইংগাম বলে। খুব ভাল করে খুঁটিয়ে না দেখলে জানারও উপায় নেই এ শিল্পের মূলধন হল মানুষের মুখ থেকে ফেলে দেওয়া চিবোনো চুইংগাম!