Latest News

প্রেসিডেন্সিতে চলছিল বিবিসির মোদী তথ্যচিত্র, হঠাৎ লোডশেডিং, উত্তাল আন্দোলন, তারপর?

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবিসি নির্মিত গুজরাত দাঙ্গা ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তথ্যচিত্র (BBC Modi documentary) দেখানোর আয়োজন করেছিল এসএফআই। কিন্তু স্ক্রিনিংয়ের আগেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ছিল ওই তথ্য চিত্রের স্ক্রিনিং। ব্যাডমিন্টন কোর্টে সেই ছবি যখন সবেমাত্র ৩০ মিনিট তখন দুম করে লোডশেডিং (load shedding) হয়ে যায়।

ওই জমায়েত নিয়েই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করে এসএফআই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের এসএফআই সভাপতি আনন্দরূপা ধর বলেন, ‘এক ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট জানাই, তথ্যচিত্রের স্ক্রিনিং হবেই। কোনওভাবেই আটকানো যাবে না। তারপর দীর্ঘ সময় পর বিদ্যুৎ সংযোগ আসে।’

পড়ুয়াদের দাবি, মোট এক ঘণ্টা লোডশেডিং ছিল প্রেসিডেন্সিতে। এসএফআই এর মধ্যে চাপের গন্ধ পাচ্ছে। যদিও এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিদ্যুৎ সংযোগ ফিরে আসার পর ফের তথ্যচিত্রটির স্ক্রিনিং হয়। এসএফআই নেত্রী আনন্দরূপা জানিয়েছেন, আগামী মঙ্গলবার বাকি এপিসোডগুলি দেখানো হবে।

এদিনই এই তথ্যচিত্রের স্ক্রিনিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবিসির তথ্যচিত্র দেখানোয় আটক করা হয়েছে ২৪ জন পড়ুয়াকে। প্রেসিডেন্সিতে তেমন কিছু না হলেও ব্যাপক উত্তেজনা ছড়াল।

নিষেধাজ্ঞা উড়িয়ে প্রেসিডেন্সিতে দেখানো হবে গুজরাত দাঙ্গার তথ্যচিত্র, বাম ছাত্রদের কর্মসূচি শুক্রবার

You might also like