Latest News

লিস্টনের গোলে ফিরল সমতা, চোট পেলেন রয় কৃষ্ণ, ভাল খেলছে এটিকে মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: নতুন কোচ জুয়ান ফার্নান্দোর কোচিংয়ে ভাল খেলছে এটিকে মোহনবাগান। তাদের খেলায় প্রাণ ফিরে এসেছে। গতি ও গতি, এটাই ফার্নান্দোর কোচিংয়ের প্লাসপয়েন্ট। তিনি দায়িত্ব নিয়েই বলেছিলেন, সুন্দর ফুটবল উপহার দেবেন সমর্থকদের।

মঙ্গলবার তাই হচ্ছে খেলায়। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পিছিয়ে পড়লেও বিরতির কিছুক্ষণ আগে লিস্টন কোলাসোর গোলে সমতা ফেরায় বাগান।

নয়া স্প্যানিশ কোচের স্পর্শে বদলে গিয়েছেন রয় কৃষ্ণরা। তাঁদের খেলায় অনেক সংঘবদ্ধতা। প্রতি আক্রমণে উপরে উঠছে, লিস্টনের সমতা ফেরানোর গোলটিও তেমনভাবেই এসেছে। তবে অব্যর্থ তিনটি গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। সেই সুযোগ থেকে গোল হলে ফল হতে পারত ৩-১। কিন্তু একটুর জন্য মিস হয়েছে সেই গোলের সুযোগ।

নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ খালিদ জামিলও দলটিকে ভাল সাজিয়েছেন। তাঁরাও নিজেদের মধ্যে পাস খেলছে বেশি। ৪-৪-৩ ছকে খেলাচ্ছেন, আর বাগান কোচ ফার্নান্দো দলকে সাজিয়েছেন ৪-৩-২-১-এ।

খেলার মাত্র দুই মিনিটের মধ্যেই ভিপি সুহের গোল করে বাজিমাত করেছিলেন, এই নিয়ে তাঁর তিনটি গোল হয়ে গোল। সেইসময় ম্যান মার্কিং ছিল না, যদিও ডিফেন্ডার শুভাশিস বসু সুহেরকে মার্ক করলেও তিনি পারেননি কেরল স্ট্রাইকারকে রুখতে।

ম্যাচে এটিকে মোহনবাগানের পক্ষে দুঃসংবাদ, রয় কৃষ্ণের মাথায় চোট, শূন্যে বল উঠলে কামারার সঙ্গে সংঘর্ষে চোট পান কৃষ্ণ, তবে দেখা যায় মাথায় ফেট্টি বেঁধেই তিনি মাঠে নামেন।

এদিন বাগানের দলের প্রথম একাদশে চমক ছিল, ফিনল্যান্ডের ইউরো কাপার জনি কাউকোকে বসিয়ে কার্ল ম্যাকহুগকে খেলান কোচ ফার্নান্দো। পরে অবশ্য বিরতির পরে কাউকো নামেন ম্যাকহুগের বদলেই।

মাঝমাঠে অনেক বেশি পাস খেলেছে এটিকে মোহনবাগান। তারা অনেকবেশি সংঘবদ্ধ ছিল। বিপক্ষকে পাস খেলে নাস্তানাবুদ করেছে।

You might also like