
দ্য ওয়াল ব্যুরো: মৃত ব্যক্তিদের জীবনবিমার (LIC) কোটি টাকা নয়ছয় করার অপরাধে গ্রেফতার এক এজেন্ট। ঘটনাটি ঘটেছে পুরীর ঝাড়াকাটায়। রাজ্য পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার হাতে ধরা পড়েন সেই এজেন্ট।
অভিযোগ, ভুয়ো ‘মৃত’ তৈরি করে জীবনবিমা থেকে প্রাপ্ত প্রায় দুই কোটি টাকার অপব্যবহার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কবিরাজ বেহারা নামে এক এলআইসি এজেন্টকে গ্রেফতার করা হয়। এই জীবনবিমা সংস্থার খুরদা শাখার তরফে টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ওড়িশা পুলিশ।
মেদিনীপুরের গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হল বৃদ্ধকে, গ্রেফতার তিন
কবিরাজ বেহারার বাড়ি থেকে বেশ কয়েকটা জাল তথ্য উদ্ধার করে পুলিশ। বেহারা বেশ কয়েকটি ডেথ সার্টিফিকেট জমা দেয় অফিসে। কিন্তু সেই সার্টিফিকেটের কোনও ভিত্তি নেই। এইভাবে বেহারা ১ কোটি ৮১ লাখ টাকা তোলে। সেই টাকার অপব্যবহারের অভিযোগ দায়ের হয় থানায়।
এসপি ডিকে ত্রিপাটি জানান, এমন চারজন মৃত ব্যক্তির নামে ২৩টি পলিসির ভিত্তিতে টাকা তোলা হয়। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে এই অপরাধ ঘটে। ভুয়ো ডেথ সার্টিফিকেট পেশ করে টাকা তুলেছে বেহারা। মৃত ব্যক্তির নামে বহুদিন ধরেই প্রিমিয়াম তুলেছে তিনি।