Latest News

ডুয়ার্সে ভালুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শীত আসতেই চা বাগান লাগোয়া বনবস্তিগুলিতে বারবার হানা দিচ্ছে ভালুক। এই ভালুক ধরতে খাঁচা পেতেছিল বন দফতর। তবে ভালুক নয় সেই খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ (leopard)। খবর ছড়াতেই মেটেলি ব্লকের কিলকট চা বাগানে ভিড় স্থানীয়দের।

গত বৃহস্পতিবার মাল মহকুমার টুনবাড়ি চা বাগানের ৬ নম্বর সেকশনে ঢুকে পড়েছিল একটি ভালুক (bear)। শ্রমিকরা তখন কীটনাশক স্প্রে করছিলেন। প্রাণ বাঁচাতে ভালুকের মুখেও কীটনাশক স্প্রে করেন শ্রমিকরা। তারপরেই আর দেখা যায়নি ভালুকটিকে। সপ্তাহ দুয়েক আগে ভালুক ঢুকেছিল মেটেলি ব্লকের কিলকট চা বাগানে। সেটিকে ধরতে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় খাঁচা পেতেছিল বন দফতর। শনিবার ভোরে বাগানের মানুষের ঘুম ভাঙে চিতাবাঘের গর্জন শুনে। এরপর তারা খাঁচার কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ছোটাছুটি করছে।

ভালুকের জন্য পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই মানুষের ভিড় বাড়তে থাকে। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। এরপর বনকর্মীরা এসে খাঁচা-সহ চিতাবাঘটি গরুমারায় নিয়ে যায়।

মমতা কি অফসাইড ট্র্যাপে ফেলেছেন শুভেন্দুকে, সাফাই দিয়ে ফিরছেন বিরোধী দলনেতা

You might also like