Latest News

হিজাব বিতর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কলেজের ওপরে ছেড়ে দেওয়া যায় না, হাইকোর্টে বললেন আবেদনকারী

দ্য ওয়াল ব্যুরো : কলেজে হিজাব (Hijab) পরা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছিল কর্নাটক হাইকোর্টে (Karnataka High court)। সোমবার শুরু হল তার শুনানি। হাইকোর্ট এদিন মন্তব্য করে, সংবাদ মাধ্যমকে (Media) আরও দায়িত্বশীল হতে হবে। আবেদনকারীদের পক্ষে প্রবীণ অ্যাডভোকেট দেবদত্ত কামাথ হাইকোর্টে বলেন, সরকার সবদিক বিবেচনা না করেই কলেজে হিজাব নিষিদ্ধ করেছে। অন্যদিকে সরকারের বক্তব্য, হিজাব ইসলামের অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। দেবদত্ত কামাথ বলেন, “কলেজ ডেভলপমেন্ট কমিটি কোনও বিধিবদ্ধ সংস্থা নয়। তা হিজাব বিতর্কে সিদ্ধান্ত নিতে পারে না।”

এরই মধ্যে এদিন কর্নাটকে হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। কলেজ বন্ধ থাকবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত ডিসেম্বরে কর্নাটকের উদিপী জেলার একটি কলেজে ছ’জন মুসলিম ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করা হয়। তাঁরা তখন হাইকোর্টের দ্বারস্থ হন। ক্রমে ওই বিতর্ক গুরুতর আকার ধারণ করে। কয়েকজন আবেদনকারী সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, আমরা সঠিক সময়ে হস্তক্ষেপ করব।

You might also like