
এরই মধ্যে এদিন কর্নাটকে হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। কলেজ বন্ধ থাকবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ডিসেম্বরে কর্নাটকের উদিপী জেলার একটি কলেজে ছ’জন মুসলিম ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করা হয়। তাঁরা তখন হাইকোর্টের দ্বারস্থ হন। ক্রমে ওই বিতর্ক গুরুতর আকার ধারণ করে। কয়েকজন আবেদনকারী সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, আমরা সঠিক সময়ে হস্তক্ষেপ করব।