
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে ঘুরতে গিয়ে প্রাণটাই খোয়ালেন সিকিমের তরুণী (law student dies)। অমৃতসরে (Amritsar) ছিনতাইবাজদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে অটোরিক্সা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর।
২০ বছর বয়সি ওই তরুণী একজন আইনের ছাত্রী। সিকিম থেকে পাঞ্জাবের অমৃতসরে ঘুরতে এসেছিলেন তিনি। ঘটনার দিন ভারত-পাকিস্তান সীমান্তের ওয়াঘা বর্ডার দেখার পর একটি অটোরিক্সা করে হোটেলে ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে অটোর সঙ্গে সঙ্গে চলতে থাকে কয়েকজন দুষ্কৃতী। তারা তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের হাত থেকে বাঁচার চেষ্টায় অটো থেকে পড়ে যান তরুণী।
তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আধার কার্ডে কুকুরের ছবি, জাতিগত শংসাপত্র চেয়ে আবেদন করল ‘টমি’!