Latest News

ইউক্রেনীয় সেনার পাল্টা আক্রমণ, রুশ হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানায় নিহত ১৪

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার বিরুদ্ধে চরম প্রত্যাঘাত হানল ইউক্রেনীয় সেনাবাহিনী (Ukraine-Russia War)। মস্কোর দাবি, ইউক্রেনের সেনা ইচ্ছাকৃতভাবে পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকায় একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই ঘটনায় ১৪ জনের প্রাণ গেছে। হাসপাতালের কর্মী ও রোগী মিলিয়ে দুশোর বেশি আহত। যদিও রাশিয়ার এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইউক্রেন সরকার।

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ভাগ পুরোপুরি নিজেদের দখলে রেখেছে রাশিয়া। দেশকে বাঁচাতে তাই মরিয়া হয়েই লড়ছে ইউক্রেনের বাহিনী। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনা। ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক হামলার মুখে খেরসন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

Russia-Ukraine war live updates: Russia says it destroyed 6 arms and fuel  depots in Ukraine with missiles - The Times of India

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা পর তাঁর বাহিনীর হাতে প্রথম এসেছিল দক্ষিণ ইউক্রেনের এই প্রাদেশিক রাজধানী-সহ গোটা খেরসন প্রদেশ। কিন্তু গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির অনুগত বাহিনীর প্রত্যাঘাতে খেরসনের বিস্তীর্ণ এলাকা রুশ ফৌজের হাতছাড়া হয়ে গিয়েছিল।

প্রায় আট মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালানো সত্ত্বেও নিশানায় থাকা সব অঞ্চল এখনও কব্জা করে উঠতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেন বাহিনীর প্রতি আক্রমণে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা, পুতিন প্রশাসনের কাছে যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেনাপ্রধানও বদলে ফেলেছে রাশিয়া।

মুখ্যমন্ত্রীর নাম বাদ মামলা থেকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

কিভ এবং পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেন সেনার প্রত্যাঘাতে পূর্বের ডনবাস, দক্ষিণের খেরসন থেকে উত্তর-পশ্চিমের খারকিভ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হামলাকারী রুশ ফৌজ এখন আত্মরক্ষার জন্য পিছু হটতে ব্যস্ত। পাশাপাশি, পুতিনের ডাকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে ভয়ে দেশ ছাড়তে শুরু করেছেন রুশ যুবকদের একাংশ। 

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, তারা ব্লাহোদাতনেতে হামলা শুরু করেছে। ডনেৎস্কের আরও ১৩টি রুশ সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইউক্রেনকে একটানা অস্ত্র সাহায্য পাঠিয়ে চলেছে ইউরোপ-আমেরিকা। আর এদিকে ইউক্রেনকে সাঁজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে নানা দেশ। ইউক্রেনকে বিধ্বংসী যুদ্ধট্যাঙ্ক পাঠাবে পোল্যান্ড। ইউরোপ জুড়ে ন্যাটো বাহিনীতে বিপুল সংখ্যক লেপার্ড ২ আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক (War Tank) রয়েছে। ভলোদিমির জেলেনস্কির বাহিনী এই যুদ্ধ ট্যাঙ্ক হাতে পেলে রুশ সেনার মোকাবিলা করা তাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে।

You might also like