Latest News

ঐন্দ্রিলার জন্মদিন রবিবার, পঁচিশের আগেই পা দিয়েছেন না ফেরার দেশে

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্মদিন (birthday)। বেঁচে থাকলে এদিন ২৫ বছরে পা দিতেন তিনি। কিন্তু গতবছর নভেম্বরে এমনই এক রবিবারে জীবন-মরণ যুদ্ধে হেরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ঐন্দ্রিলা। মেয়ে চলে যাওয়ার পর থেকে ভাল নেই তাঁর মা-বাবা, দিদি, এমনকী বিশেষ বন্ধু সব্যসাচীও। গত কয়েকবছর হইহুল্লোড়ের সঙ্গে এই দিনটা পালন করলেও, আজ তাঁদের চারদিকে শুধুই শূন্যতা।

কলকাতায় প্রয়াত অভিনেত্রীর ফ্ল্যাটে এখন একাই থাকেন তাঁর মা শিখা শর্মা। তিনিও সম্প্রতি দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সপ্তাহখানেক আগে কলকাতার হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন খানিক সুস্থ আছেন তিনি। কিন্তু প্রয়াত ছোট মেয়ের জন্মদিনে তাঁর মন একেবারেই ভাল নেই। বড় মেয়ে এখন দিল্লিতে। স্বামীও কাজের সূত্রে বাইরে রয়েছেন। কীভাবে আজকের দিনটা পার করবেন, কিছুতেই ভেবে পাচ্ছেন না ঐন্দ্রিলার মা।

তিনি জানিয়েছেন, ঐন্দ্রিলা চলে যাওয়ার পর এই দিনে আর কেউ না আসুক সব্যসাচী ঠিক আসতো। কিন্তু ওর-ও শরীরটা ভাল নেই। গতকাল রাত থেকে ধুম জ্বর। তাই আমায় বলল, আসতে পারছে না। হয়তো আজকেই ডাক্তার দেখাবে।

ঐন্দ্রিলার ফেসবুক প্রোফাইলে নামের তলায় এখনও একটা লাইন লেখা- ‘আ গার্ল উইথ আ বিগ ড্রিম।’ হ্যাঁ, তিনি তো সত্যিই স্বপ্ন দেখতে ভালবাসতেন। নাহলে ওইটুকু বয়সেও দু’বার জীবন যুদ্ধে জিতে ফিরতে পারেন! মনের জোরে তিনি সেই লড়াই জিতে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তৃতীয়বার আর পারলেন না ঐন্দ্রিলা। পরপর দু’বার ক্যানসারে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরে আর হয়তো লড়াইয়ের শক্তি ছিল না। তাই শেষ যুদ্ধে হেরে গেলেও তিনি অনুরাগীদের মনে আজন্মকাল ‘যোদ্ধা’ তকমা নিয়ে বেঁচে থাকবেন।

সাতসকালে ফেসবুকে গুড মর্নিং বললেন ঐন্দ্রিলা! কেউ চমকে উঠলেন, কেউ করলেন নিন্দা

You might also like