
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ বছর ধরে নিখোঁজ শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া অঞ্চলের রাঙ্গাপানি স্টেশন পাড়ার বাসিন্দা সাবিত্রী চৌধুরী। তাই সৎকার করা হল তাঁকে (Last Rite)। তবে দেহ নয়, কুশপুতুল। এত বছর ধরে খোঁজ না মেলায় সাবিত্রীর পরিবার এবং গ্রামের পক্ষ থেকে তার মাটির তৈরি কুশপুতুল বানিয়ে সৎকার করতে নিয়ে যাওয়া হয় কালারাম বিষ্ণুপুর শ্মশান ঘাটে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ২৭ বছর আগে সাবিত্রীর স্বামী জয়লাল চৌধুরীর মৃত্যু হওয়ার পরে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এর পরে বেশ কয়েক বারই সাবিত্রী দেবী তিনি নিখোঁজ হয়ে যান। তবে প্রতিবারই নিখোঁজ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার বাড়িতে ফিরে এসেছিলেন তিনি।
তবে বছর ১৫ আগে সেই যে একবার বাড়ি থেকে বেরোলেন, সকলেই ভাবল হয়তো প্রতিবারের মতোই ফিরে আসবেন দিনকয়েকের মধ্যে, কিন্তু তিনি এলেন না। সেই থেকে এতদিন হয়ে গেল, কোনও খোঁজ নেই তাঁর। দিন কয়েক আগে সাবিত্রীর তিন ছেলে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন মায়ের না ফিরে আসা নিয়ে। গ্রামে একটি সভাও বসানো হয় সাবিত্রীকে নিয়ে। সেই সভাতেই ঠিক করা হয়, সাবিত্রীর পুতুল বানিয়ে সৎকার কাজ করা হবে। এই কথামতোই সাবিত্রীর তিন ছেলে আজ কালারাম শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করেন।
মারকাটারি ডায়লগ, অ্যাকশন আর রোম্যান্সের সুড়সুড়ি- বাঁধা গতের বাইরে আর কবে বেরোবেন জিৎ