
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) কড়া মনোভাবের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই তিনিই বৃহস্পতিবার এসএসসি-কে বলেছিলেন, “নির্ভয় হন। দেখবেন সব ধেড়ে ইঁদুর বেরোবে।” তাঁর এই মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভাষা সংযমের পরামর্শ দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবার সোদপুরে পানিহাটি পুরসভার একটি পাম্পিং স্টেশনের উদ্বোধনে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী ‘ধেড়ে ইঁদুর’ মন্তব্য নিয়ে মুখ খোলেন। বলেন, “সকলের ভাষা সংযমের দরকার আছে। আমার দল, বিরোধী সকলের ভাষা সংযত হওয়া উচিত। যিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাঁকে শ্রদ্ধার চোখে দেখি আমরা। কিন্তু তাঁরও ভাষা সংযত হওয়া উচিত। ধরা পড়লে ধরা পড়বে, শাস্তি পাবে। কিন্তু সকলের বাক সংযম দরকার।”
উল্লেখ্য নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলার শুনানিতে বৃহস্পতিবার রীতিমতো আক্রমণাত্মক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অযোগ্য প্রার্থীদের ‘ধেড়ে ইঁদুর’ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কমিশনের উদ্দেশে বার্তা দেন, নির্ভয় হওয়ার। সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ জন ‘অযোগ্য’ শিক্ষকের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এসএসসিকে। শুধু তাই নয়, এর মধ্যে কত জন চাকরি পেয়েছেন, কত জন চাকরি করছেন, তার পূর্ণ তথ্য তিন দিনের মধ্যে জেলা স্কুল পরিদর্শকদের কমিশনকে জানাতে হবে।
এই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে বলেন, ‘নির্ভয় হন। দেখবেন সব ধেড়ে ইঁদুর বেরোবে।’ পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, জেলা স্কুল পরিদর্শকের দেওয়া তথ্যের ভিত্তিতে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এসএসসিকে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।
১১ লাখ বাড়ি দেবে সরকার, মমতার নির্দেশে পুলিশ চেক করবে তালিকায় অনিয়ম হচ্ছে কিনা