
দ্য ওয়াল ব্যুরো: উত্তর নেপালের রসুয়া জেলায় আচমকা ধস নামায় মৃত্যু হল কমপক্ষে ন’জনের। ১২ জন গুরুতর জখম। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাঁদের কাঠমাণ্ডু নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ধসের পরিমাণ এতটাই তীব্র ছিল যে একটি বাড়ি, তিনটি হোটেল, একটি পুলিশ চৌকি এবং চারটি গাড়ি মাটি চাপা পড়ে যায় মুহূর্তের মধ্যে।
বুধবার গভীর রাতে রসুয়া জেলার গোসাইকুণ্ডার তিমুর অঞ্চলে তীব্র ধস নামে। এখনও বেশ কয়েক জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এই ধসের জেরে রসুয়া হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুৎ এবং টেলিফোন পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।