Latest News

অন্ডালে ভূমিধসে তলিয়ে গেল গৃহস্থের বাড়ির উঠোন, বিক্ষোভ এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের (Andal) বহুলা এলাকায়। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, শনিবার রাতে অন্ডালের বহুলা এলাকায় পাথরপুকুর এবং অফিস বাদ্যকর পাড়ায় একজনের বাড়ির উঠোন ধসের (landslide) কবলে পড়ে তলিয়ে যায়। বরাতজোরে সেইসময় বাড়িতে কোনও লোকজন ছিল না। পরে বাড়ি ফিরতেই তাঁরা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর রবিবার সকাল থেকেই এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অর্থাৎ ইসিএল-এর বিরুদ্ধেই ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। খোলা মুখ খনি এলাকায় কয়লা উত্তোলনের সময় মাটির নীচে বিস্ফোরণ হয়। এর জেরেই সেই এলাকায় বারবার ভূমিধসের ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে একাধিকবার ইসিএল আধিকারিকদের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। এলাকাবাসীর দাবি, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিতেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

ট্যাপ কলের জলে ডায়রিয়ার জীবাণু? কৃষ্ণনগরের গ্রামে মৃত্যু এক কিশোরের, অসুস্থ ৩০

রবিবার সাতসকালে খনি এলাকায় (coal mine) বিক্ষোভ শুরু হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় অন্ডাল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে ইসিএল কর্তৃপক্ষের কাউকে এলাকায় দেখা যায়নি। যার ফলে বিক্ষোভের আঁচ আরও বেড়ে যায়।

You might also like