
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের লাহোরের (lahore) বিখ্যাত আনারকলি বাজারে (anarkali market) পান মন্ডিতে শক্তিশালী বিস্ফোরণ (blast)। প্রচণ্ড তীব্রতা (intensity) ছিল বিস্ফোরণের। বহু দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি। ব্যস্ত কেনাকাটার বাজারে বৃহস্পতিবারের বিকালে একটি মোটরবাইকে সময় নিয়ন্ত্রিত যন্ত্র বা ডিভাইস রাখা ছিল, যা থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ, জানিয়েছেন লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের বলি হয়েছেন অন্ততঃ ৩ জন, জখম ২০র বেশি। হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের মেয়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনারকলি বাজারে ভারতীয় পণ্য, মালপত্র বিক্রি হয়। বিস্ফোরণের ধাক্কায় একাধিক দোকানপাট, আশপাশের বাড়ির জানালা দুমড়েমুচড়ে গিয়েছে। বাজারে দাঁড় করিয়ে রাখা একাধিক মোটরসাইকেল, দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা আনারকলি বাজার কর্ডন করে ঘিরে বন্ধ করে রাখা হয়েছে।
কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই নাশকতার দায় স্বীকার করেনি। তবে গত ডিসেম্বরে পাকিস্তান তালিবান ও সরকারের মধ্যে রফা-সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকে দফায় দফায় নাশকতা, বিস্ফোরণ, পুলিশকে নিশানা করে হামলা চলছে। অধিকাংশ ক্ষেত্রেই তার দায় নিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। ডিআইজি, পুলিশ ডঃমহম্মদ আবিদ বলেন, বিস্ফোরণের চরিত্র সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সন্ত্রাসবাদ দমন শাখা ও বোমা নিষ্ক্রিয়কারী দলের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে।