Latest News

দু’বার পেনাল্টি মিস! এমবাপের দুঃস্বপ্নের দিনে মেসি ম্যাজিকে জয় পিএসজি-র

দ্য ওয়াল ব্যুরো: কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) মতো তারকা, যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে সকলের নজর কেড়েছিলেন। সেই নামী তারকা ফরাসি লিগে একটি ম্যাচে দু’মিনিটের ব্যবধানে দুটি পেনাল্টি মিস করেছেন।

ঘটনাবহুল ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে প্যারিস স্য জ্যঁ-র দল ৩-১ গোলে জয় পেয়েছে। চোটের কারণে ছিলেন না নেমার। তবে খেলায় লিওনেল মেসি (Lionel Messi) ম্যাজিক দেখা গিয়েছে। শঙ্কা কাটিয়ে দলকে জয় এনে দিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন।

ফ্যাবিয়েন রুইস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ দিকে একটি গোল শোধ করে মঁপেলিয়ে। তবে যোগ করা সময়ে ওয়ারেন জায়ার-এমেরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফে গালটিয়েরের দল।

বিরতির আগে কোনওপক্ষই গোল পায়নি। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত পিএসজি। আট মিনিটে মেসির ফ্রি-কিকে ডি-বক্সে সার্জিও রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু এমবাপের স্পট কিক ঝাঁপিয়ে বাঁচান মঁপেলিয়ে গোলরক্ষক লেকমতে।

যদিও শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাই এমবাপে আবার পান পেনাল্টি শট নেওয়ার সুযোগ। সেটিও কাজে লাগাতে পারেনি ফরাসি ফরোয়ার্ড। এবার তাঁর বুলেট গতির শট লাগে বাঁ দিকের পোস্ট। ফিরতি বলেও সুযোগ ছিল, তারপরেও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ এমবাপে।

বিশ্বজয়ী হৃষিতা যেন পাড়ার রানি, চৌকাঠে ফাটানো হল নারকেল, চলছে দেদার মিষ্টিমুখও

You might also like