Latest News

ষষ্ঠ দিনের মাথায় উঠল কুড়মিদের রেল রোকো এবং জাতীয় সড়ক অবরোধ

দ্য ওয়াল ব্যুরো: টানা পাঁচ দিন ধরে চলার পর অবশেষে রবিবার, ষষ্ঠ দিনের মাথায় উঠে গেল কুড়মি (Kurmi) সমাজের রেল রোকো (rail roko) এবং জাতীয় সড়ক (National Highway) অবরোধ (blockade)।

চারটি কুড়মি সংগঠনের যৌথ মঞ্চ ‘ছোটনাগপুর টোটেমিক কুড়মি, কুড়মি মাহাতো সমাজ’-এর ডাকে কুড়মি জনজাতিকে তফশিলি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিকরণ এবং সারনা ধর্ম কোডের দাবিতে গত ৬ দিন ধরে ৬ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছিল কুড়মি সম্প্রদায়ভুক্ত প্রতিবাদী মানুষজন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার একাধিক জায়গায় চলছিল এই রেল অবরোধ। বিক্ষোভের জেরে যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছেছিল। দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। বেশ কিছু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল।

সড়ক পথ অবরোধের জেরে ৬ নম্বর জাতীয় সড়কে সার বেঁধে দাঁড়িয়ে যায় একের পর এক ট্রাক ও অন্যান্য পণ্যবাহী গাড়ি। গতকাল শনিবার সরকারের সঙ্গে বৈঠকের পর অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কুড়মি আন্দোলনের নেতারা। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন তুলতে রাজি হননি বাকি অবরোধকারীরা। যার জেরে শনিবার উঠেও ওঠেনি অবরোধ। অবশেষে রবিবার খেমাশুলি দায়িত্বে থাকা কুড়মি নেতা রাজেশ মাহাতো জানিয়েছেন, আপাতত অবরোধ তুলে নেওয়া হল। তবে দাবি পূরণের জন্য এরপরেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সরকারের সঙ্গে কুড়মি সম্প্রদায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠক হয়েছিল, তাতে বেশ কয়েকটি জায়গা অস্পষ্ট ছিল বলে জানা গেছে। এরপর জেলাশাসকের সঙ্গে আবার বৈঠকে সেই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরেই অবরোধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আপাতত সরকার সমস্ত রকম দাবি পূরণের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। এগুলো নিয়ে আগামী দিনেও সরকারের সঙ্গে বৈঠক চলবে বলে জানানো হয়েছে। তবে অবরোধ উঠে গেলেও আপাতত জাতীয় সড়কের যানজট কাটতে বেশ কিছুটা সময় লাগবে।

কী এক ছায়া যেন ধরতে আসছে! স্কুলে ‘ভূত’-আতঙ্কে সিউড়িতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

You might also like