Latest News

ঘোষ ভার্সেস ঘোষ: দলিল কাণ্ডে দিলীপের গ্রেফতারির দাবি কুণালের

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে মিডলম্যান হিসেবে উঠে এসেছে প্রসন্ন রায়ের নাম। সিবিআই গ্রেফতারও করেছে তাঁকে। সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথির মধ্যেই মিলেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল! যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এবার এসএসসি দুর্নীতি মামলাতেই দিলীপের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দিলীপের গ্রেফতারির দাবি তুললেন কুণাল। বললেন, “প্রসন্ন রায়কে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে। তাঁর বাড়িতেই কীভাবে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল? সিবিআই যখন এই মামলার সঙ্গে যুক্ত সকলকেই তলব করছে, জিজ্ঞাসাবাদ করছে, গ্রেফতার করছে তবে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না?”

এখানেই থেমে থাকেননি কুণাল। তিনি বলেন, “সিবিআই তদন্ত করছে ঠিকই। আমাদের পূর্ণ সহযোগিতা রয়েছে। তবে সিবিআইকে নিরপেক্ষতা রাখতে হবে। কিন্তু প্রসন্ন রায়ের বাড়ির সিজার লিস্ট প্রথমে কেন আদালতে জমা দিল না সিবিআই? এক অভিযুক্তের আইনজীবী যখন সেই সিজার লিস্টের দাবি জানালেন তখনই আদালতে সেটা পেশ করা হয়।”

কী নিয়ে এত শোরগোল? জানা গিয়েছে, শৌভিক মজুমদার নামের একজনের থেকে দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কিনেছেন। সেই দলিল মিলেছে প্রসন্নর বাড়িতে।

যদিও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, একটা সময়ে ওই আবাসনে তিনি থাকতেন। প্রসন্ন যে কী কাজ করেন তা তাঁর জানা ছিল না। বিদ্যুতের সংযোগ সংক্রান্ত বিষয়ের জন্য দলিলটি তিনি দিয়েছিলেন প্রসন্নকে।

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় মন্ত্রী অখিলের নিন্দা করল তৃণমূল

You might also like