
দ্য ওয়াল ব্যুরো: বড় শাস্তির মুখে পড়ল কোঠারি হাসপাতাল (Kothari Hospital)। এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।
এই নির্দেশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এখনও রায়ের বিষয়ে তারা বিস্তারিত কিছু জানে না। রায়ের প্রতিলিপি হাতে পেলে তারপর প্রতিক্রিয়া দেওয়া হবে।
এক মহিলা চিকিৎসক রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন কোঠারিতে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ তুলে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেছিল মৃতার পরিবার।
জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত বলেছে, মামলা চালানোর খরচ বাবদ আরও দু’লক্ষ টাকা দিতে হবে মৃতার পরিবারকে। আগামী ৬ মাসের মধ্যে এই টাকা মেটাতে হবে কোঠারি মেডিক্যাল সেন্টারকে।
সেইসঙ্গে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে বলেছে, কোঠারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো সব ঠিকঠাক রয়েছে কি না তা দেখে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
কলকাতার বেসরকারি হাসপাতালে এ হেন অভিযোগ নতুন নয়। এর আগেও স্বাস্থ্য কমিশনের শাস্তির মুখে পড়েছিল অনেক হাসপাতাল। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ডানকুনির এক তরুণী মৃত্যুর ঘটনায় কয়েক বছর আগে তোলপাড় পড়ে গিয়েছিল। এবার শাস্তির মুখে পড়ল কোঠারি কর্তৃপক্ষ।
১৮টা চুম্বকের টুকরো গিলে ফেলেছিল শিশু, ল্যাপারোটমি করে বের করলেন ডাক্তাররা