
পুলিশ জানিয়েছ, মানিকতলা এলাকার মুরারিপুকুর্র একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এক গৃহবধূকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রের খবর, মৃত ফুলকুমারী মারিকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় দীপকের। ফুলকুমারীর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, পণ না দিতে পারা নিয়ে প্রায়ই কথা শুনতেন বছর একুশের ফুলকুমারী এবং তাঁর পরিবারের সদস্যরা।
বিয়ের পর থেকেই ফুলকুমারীর উপর অত্যাচারও চলত বলে অভিযোগ। গৃহবধূর বাপের বাড়ির তরফে অভিযোগ, সম্প্রতি এক আত্মীয়ার সঙ্গে বিবাহ–বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে দীপক। প্রতিবাদ করেন ফুলকুমারী। তার পর থেকেই তাঁর উপর অত্যাচারের মাত্রা বাড়ে। এর জেরেই ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।