
বুধবার শিক্ষকদের মিছিল পুলিশ আটকে দিলে ধস্তাধস্তি বেঁধে যায়। তারপর বহু আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শিক্ষক ঐক্য মঞ্চের তরফে বলা হয়েছে, বার বার দাবি করা সত্ত্বেও সরকার সমকাজে সমবেতনের বিষয়ে কান দিচ্ছে না। বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে আন্দোলনকারীদের দাবি। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিক্ষোভ ডেকেছিল শিক্ষক ঐক্য মঞ্চ।
শিক্ষক আন্দোলন যেন পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এর আগে ধর্মতলা, বিকাশ ভবন, সেন্ট্রাল পার্ক, প্রেস ক্লাবের সামনের অংশ—কলকাতার বহু জায়গা সাক্ষী থেকেছে। নানান স্তরের শিক্ষক আন্দোলনে উত্তাল হয়েছে শহর ও শহরতলির অনেক জায়গা। শিক্ষকদের মিছিল ধেয়ে যেতে দেখা গিয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকেও।
শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে গত সপ্তাহে হুলুস্থূল পড়ে গিয়েছিল বিধানসভা চত্বরে। দেখা যায় একাংশের আন্দোলনকারী (মহিলা) পৌঁছে যান বিধানসভার ৬ নম্বর গেটে। একদল গেটের সামনে বসে পড়েন। আর কয়েক জন গেটের মাথেয় উঠে টপকে ভতরে ঢোকার চেষ্টা করেন। আচমকা এমন ঘটনায় দৌড়ঝাঁপ শুরু করে দেন পুলিশকর্মীরা। মহিলা পুলিশ না থাকায় বেশ কিছুক্ষণ পুলিশ কিছু করতে পারেনি। পরে মহিলা পুলিশের বাহিনী আসে ঘটনাস্থলে। তারপর আন্দোলনকারীদের টানতে টানতে পুলিশ ভ্যানে তোলা হয়। ওই দিন থেকেই বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল। এদিন ফের তাঁদের আন্দোলন আছড়ে পড়ল বিকাশ ভবনের দুয়ারে।