
সোমবার ১৬ তারিখ থেকে ১২টি অতিরিক্ত মেট্রো চলবে। এখনই আপ ও ডাউন মিলিয়ে মোট ২২৮টি মেট্রো চলে। সোমবার থেকে তা বেড়ে হবে ২৪০টি। আপে ১২০টি ও ডাউনে ১২০টি ট্রেন চলবে। পাশাপাশি, নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে।
জানুন পরিবর্তিত সময়সীমা
সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে মোট ১৬১টি ট্রেন চলবে, আপে ৮০টি ও ডাউনে ৮১টি। তবে সময়সীমায় বদল হচ্ছে সোমবার থেকেই। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৮টা ৪৮ মিনিটে মেট্রো ছাড়বে, দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
শনিবার মোট ১০৪টি মেট্রো চলবে। তবে জরুরি পরিষেবার যাত্রীদের জন্যই ছাড় থাকবে। সখাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৭টা ১৫ অবধি মেট্রো চলবে।