Latest News

তরুণীর নগ্ন ছবি ছড়ানোর শাস্তি কলকাতায়, ২ বছরের কারাদণ্ড যুবকের

জিতেন্দ্র সাজা পেলেও সাজার পরিমাণে খুশি নন তরুণীর আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তথ্যপ্রচুক্তি আইনে ৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু এক্ষেত্রে জিতেন্দ্রকে মাত্র ২ বছরের সাজা দেওয়া হয়েছে। সাজার পরিমাণ বাড়ানোর জন্য ফের আদালতের দ্বারস্থ তাঁরা হবেন বলে জানিয়েছেন আইনজীবী

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন সহকর্মীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন এক যুবক। পুলিশ গ্রেফতারও করে তাঁকে। সেই মামলায় ওই যুবককে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জিতেন্দ্র সিং গ্রেওয়াল। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন তিনি। সেখানেই দুর্গাপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় সম্পর্কে। সেই সময়ই তরুণীর কিছু গোপন মুহূর্তের ছবি জিতেন্দ্রর হাতে চলে আসে।

জানা গিয়েছে, ২০১৮ সালের শুরুতে তরুণীর সঙ্গে জিতেন্দ্রর সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তিনি ওই তরুণীকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। তাতে রাজি হননি ওই তরুণী। জিতেন্দ্র ব্ল্যাকমেল করতে থাকেন। ভয় পেয়ে অফিস ছেড়ে দেন ওই তরুণী। কিন্তু তারপরেও তরুণীর পিছু ছাড়তে চাননি জিতেন্দ্র।

পুলিশ জানিয়েছে, তরুণীর নামে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট খোলেন জিতেন্দ্র। তারপর সেখানে ওই গোপন ছবি তুলে দেন। এই ঘটনার পরেই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রেফতার করা হয় জিতেন্দ্রকে। পরের মাসেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।

এদিন রায় ঘোষণার সময় বিধাননগর মহকুমা আদালতের বিচারকের তরফে জানানো হয়, জিতেন্দ্র ওই তরুণীর নামে যে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন, তা ফেসবুক জানিয়েছে। যে ল্যাপটপ ও মোবাইল থেকে সেই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, সেগুলিও আটক করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষায় তা প্রমাণিত। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া ছবিগুলিও তরুণীর। অর্থাৎ জিতেন্দ্রর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সবই প্রমাণিত। তাই তাঁকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল।

জিতেন্দ্র সাজা পেলেও সাজার পরিমাণে খুশি নন তরুণীর আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তথ্যপ্রচুক্তি আইনে ৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু এক্ষেত্রে জিতেন্দ্রকে মাত্র ২ বছরের সাজা দেওয়া হয়েছে। সাজার পরিমাণ বাড়ানোর জন্য ফের আদালতের দ্বারস্থ তাঁরা হবেন বলে জানিয়েছেন আইনজীবী।

You might also like