
ভ্যাকিসনে প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে যাঁদের, তাঁদের এখন সেকেন্ড জো দেওয়া চলছে। পাশাপাশি, ১৮ ঊর্ধ্বদের প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এই বিপুল চাহিদা মেটাতে যে পরিমাণ ভ্যাকসিন দরকার তার জোগান নেই বলে আগেই জানিয়েছিল পুরসভা। তবে গতকাল রাতে নতুন ৩০ হাজার কোভিশিল্ডের ডোজ আসায় কিছুটা ঘাটতি মেটানো যাবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্যে বেশ কিছুদিন ধরেই সরকারি ও পুর স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া কোভিশিল্ডের ভাঁড়ারে টান পড়েছে। কোভ্যাক্সিনের জোগানও নেই। তবে আজ ভ্যাকসিন আসায় সকাল থেকেই কলকাতার প্রতিটি সেন্টারে লম্বা লাইন দেখা গেছে। টিকা নিতে হুড়োহুড়িও পড়ে গেছে।
গতকাল কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভিশিল্ড সেন্টারগুলি বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে কোভ্যাক্সিন সেন্টারগুলিও। ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান এলে সেন্টারগুলি ফের খোলা হবে।