
ট্যাংরার বৈশালীতে এই ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ। এলাকাবাসীরা বলছেন, আচমকাই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সকলে বেরিয়ে এসে দেখেন একটি বাড়ির ছাদ উড়ে গেছে। আশপাশের আরও পাঁচ-ছ’টি বাড়ির দেওয়াল খলে পড়েছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তার মালিকের দাবি ছিল গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞের দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, ৩৫/১, পুলিন খাটিক রোডের একটি বাড়ির ছাড় উড়ে গেছে বিস্ফোরণে। দেওয়াল ধসে পড়েছে। আরও কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।