Latest News

‘শব্দে-সুরে সর্বজনীন’! ৭১তম বর্ষে দমদম পার্কের অভিনব প্রয়াস

দ্য ওয়াল ব্যুরো: ৭১তম বর্ষে পা দিল দমদম পার্ক সর্বজনীন (Dumdum Park Sarbojonin)। এবছর পুজো (durga puja) উদ্যোক্তাদের প্রয়াস (theme) ‘শব্দে-সুরে সর্বজনীন’। যেখানে উঠে এসেছে প্রকৃতি, দর্শন, জীবনবোধ, আচার অনুষ্ঠান ও মহানির্বাণের সহজ পাঠ। মণ্ডপের এই ভাবনার রূপায়ণে রয়েছেন শিল্পী ধীমান সুতার।

Image - 'শব্দে-সুরে সর্বজনীন'! ৭১তম বর্ষে দমদম পার্কের অভিনব প্রয়াস

মানুষের মাথায় এই সভ্যতা বিকাশের নেশা যত বাড়ছে, ঠিক ততটাই দাপাদাপি বাড়ছে অসুরদের। সভ্যতার অসুরদের ঠেলায় প্রকৃতি আজ অস্থির। বর্তমানে বিশ্বায়নের চক্রব্যূহে হারিয়ে যাচ্ছে প্রকৃতির শব্দ। এই অসুরের সংহার করে আবার যেন দিকে দিকে আগমন হয় দুর্গতিনাশিনীর, সেটাই ভাবনা উদ্যোক্তাদের।

পুজোর এক উদ্যোক্তা তাঁদের নতুন থিমের বিষয়ে জানান, ‘শব্দ-ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডের। সেখানে ধীরে ধীরে সকল প্রাণীর মধ্যে বিকশিত হয়েছে চেতনার আলো। অন্যদিকে সুর প্রকৃতিকে দিয়েছে প্রাণ আর মানুষকে জ্ঞান, চেতনা। শব্দ ও সুরের এই যুগলবন্দিই আমাদের মধ্যে জাগিয়ে তোলে এক অতীন্দ্রিয় অনুভূতি।’

পুজোয় মনের মতো করে ঘর সাজাতে রকমারি আইটেম কোথায় পাবেন ভাবছেন? জেনে নিন

You might also like