
অভিযোগ, এই রুটের কোনও গন্তব্যেই কোনও নির্দিষ্ট অটো ভাড়া নেই গত কয়েক বছর ধরে। পাশাপাশি এই রুটে ব্যস্ত সময়ে বাসে ওঠাও বেশ কঠিন। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন অটোচালকেরা। আর তার জেরে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সল্টলেকগামী যাত্রীদের। নিত্যযাত্রীদের ভোগান্তি তো রোজ মাত্রা ছাড়ায়। বৃষ্টি হলে তো কথাই নেই। একই অবস্থা যে কোনও রকম উৎসব-অনুষ্ঠানে।
সোমবার সকালে পথে নামা বেশির ভাগ মানুষই অফিস যাত্রী। উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ বা করুণাময়ীতে অফিসে যান তাঁরা। অভিযোগ, মাত্রাতিরিক্ত ভাড়া না দিলে যেতে চায় না অটোওয়ালারা। প্রশ্ন করলে মুখের ওপর নেমে যেতে বলেন। অন্য উপায়ও থাকে না, কারণ বাসে এত ভিড় থাকে, কার্যত উঠতেই পারেন না যাত্রীরা। তাই রীতিমত হয়রানির শিকার তাঁরা। এর ফলে প্রায়ই অফিসযাত্রীদের দেরি হয়ে যায় বলেও অভিযোগ। নিত্যদিনের সমস্যার সুরাহা চেয়ে তাই এদিন পথে নামেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, এত দিন কোনও অভিযোগ জমা পড়েনি তাদের কাছে। পুলিশের পাল্টা দাবি, যাত্রীরাও রোজ ওই ভাড়া দিয়েই যাতায়াতে রাজি হয়ে যান। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিস।