
কী অভিযোগ করেছে তৃণমূল?
প্রিয়াঙ্কার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, কোভিড বিধি না মেনে, জমায়েত করে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। কমিশন যে গাইডলাইন বেঁধে দিয়েছে ভোটের জন্য, তা লঙ্ঘিত হয়েছে বিজেপি প্রার্থীর মনোনয়নে।
প্রিয়াঙ্কার বক্তব্য, কমিশন যখন তাঁর কাছে জানতে চেয়েছে তখন তিনি নির্দিষ্ট সময়েই তার জবাব দেবেন। তাঁর দাবি, তিনি কোনও বিধিভঙ্গ করেননি। তাঁর গাড়িতে শুভেন্দু অধিকারী ছিলেন। বাকি যাঁরা সেদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়েছিলেন তাঁরা নিজেদের মতো করে পৌঁছেছিলেন। তিনি জমায়েত করে নিয়ে যাননি। প্রিয়াঙ্কার মনোনয়নে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ছিলেন দীনেশ ত্রিবেদী, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দেবজিৎ সরকারসহ এক ঝাঁক বিজেপি নেতা।
হুগলি থেকে মালদহ! বিষ খাওয়া শিক্ষিকার বদলি আটকে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
বিজেপি প্রার্থীর আরও বক্তব্য, তার পরে কারা বাইক নিয়ে সেখানে গিয়েছেন তা তাঁর দেখার বিষয় নয়। তিনি এও বলেছেন, ওখানে যদি জমায়েত হয়েই থাকে তাহলে পুলিশ কেন জমায়েত সরাতে পদক্ষেপ করল না? প্রিয়াঙ্কার অভিযোগ, তিনি যাতে প্রচার না করতে পারেন সেই কারণেই তৃণমূল এই ধরনের অভিযোগ দায়ের করছেন।
গত শুক্রবার ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আগেই বলে দিয়েছিলেন, কোনও জমায়েত ছাড়াই তিনি মনোনয়ন জমা দেবেন। তাই করেছিলেন। কিন্তু গত সোমবার প্রিয়াঙ্কার মনোনয়নে দেখা গিয়েছিল হইহই কাণ্ড। ঢাক-ঢোল, ধুনুচি নাচ—সব মিলিয়ে বিজয় উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছিল বিজেপি। তা নিয়েই কমিশনের কাছে বিধিভঙ্গের নালিশ করেছে তৃণমূল।