
দ্য ওয়াল ব্যুরো: গত কাল সন্ধেবেলা কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে শুরু হল আবিড ইন্টিরিয়র্স ২০২২ (ABID INTERIORS 2022)। ঘরবাড়ি সাজানোর প্রয়োজনীয় সব রকম জিনিসপত্রের সন্ধান মিলবে এই প্রদর্শনীতে। প্রতি বছরই আবিড ABID (অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস ,বিল্ডার্স , ইন্টিরিয়র ডিজাইনার্স অ্যান্ড আলায়েড ট্রেড) এই মেগা এগজিবিশনের আয়োজন করে।
অতিমহামারীর জন্য গত বছর এই প্রদর্শনী হয়নি। এবার খুব বড় করে সাজানো হয়েছে আবিড ইন্টিরিয়র্স ২০২২ কে। প্রায় দু’লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে দেড়’শোর বেশি সংস্থার ঘরবাড়ি সাজানোর সম্ভার।

উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন এমএলএ মদন মিত্র , সেঞ্চুরি প্লাইয়ের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল, ডোরসেট গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেশ বনশল, কনসাল জেনারেল অফ কলকাতা থাইল্যান্ড,আর্কিটেক্ট প্রেম নাথ এবং টলিউডের দুই অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রিমঝিম মিত্র। প্রদর্শনীটি চলবে ১৬ মে পর্যন্ত। রোজ সকাল দশটা থেকে সন্ধে সাতটা।
আবিডের প্রেসিডেন্ট অজিত জৈন বললেন, ‘ ‘গতানুগতিকতা থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন ডায়মেনশনে ঘরবাড়ি, অফিস স্পেস , কমার্শিয়াল এরিয়া সাজানোর নতুন নতুন কনসেপ্ট দেবে এই বিশেষ প্রদর্শনী।’
সেক্রেটারি বিজয় চৌখানি জানালেন,’ আবিডের লক্ষ্য, ইন্টিরিয়র ডিজাইন সংক্রান্ত প্রফেশনে যাঁরা আছেন তাঁদের একটা মজবুত প্ল্যাটফর্ম দেওয়া।’
আবিডের এক্সিকিউটিভ কমিটি মেম্বার ইন্দ্রনীল দে বললেন, ‘এই প্ল্যাটফর্মে ইন্টিরিয়র রিলেটেড অসংখ্য প্রডাক্ট ব্র্যান্ড তাদের লেটেস্ট জিনিসপত্র ডিসপ্লে করার সুযোগ পেয়েছে।আর ক্রেতারাও তা দেখার সুযোগ পেয়েছেন। প্রতিবার সারা ভারত থেকে ক্রেতারা আসেন এই আবিড ইন্টিরিয়র্স এগজিবিশনে। এবারও তার অন্যথা হবে না।’
আবিড ইন্টিরিয়র্স ২০২২ চলবে ১৬ মে পর্যন্ত।