
বাঁশদ্রোনী শুটআউট কাণ্ডে গ্রেফতার ২
দ্য ওয়াল ব্যুরো: বাঁশদ্রোণীর (bansdroni) সোনালি পার্কে (sonali park) শ্যুটআউটের (shootout) ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল শুভ ঘোষ ও কার্তিক দাস। দুজনেরই বয়স ২৭ বছর। শুভ ক্ষুদিরাম পার্ক, আর কার্তিক টিটাগড়ের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টা নাগাদ প্রমোটার প্রদীপ দেবনাথের বাড়িতে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। সেই সময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। যুবকের হাতে গুলি লাগে। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে।
প্রমোটার প্রদীপ দেবনাথ জানিয়েছেন, নান্টি ঘোষ নামে স্থানীয় এক দুষ্কৃতীর বড় ছেলে শুভ ঘোষ দলবল নিয়ে গুলি চালিয়েছে। পুলিশের অনুমান, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা।