
পত্রলেখা প্রথম নন, বিয়ের পোশাকে বিশেষ বার্তা লিখেছিলেন দীপিকা, প্রিয়াঙ্কাও
জানা গেছে এদিন দুপুরে ইএম বাইপাসের ভিআইপি মোড়ের কাছে একটি বাইকে দুই কিশোরীকে নিয়ে যেতে দেখেন ট্রাফিক সার্জেন্টরা। কিশোরীদের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। তারা কান্নাকাটিও করছিল বাইকে বসে। দেখেই বাইকটিকে আটকে দেওয়া হয়। ট্যাংরার দিক থেকে বাইকটি আসছিল বলে জানিয়েছেন সার্জেন্টরা। কিশোরীদের নিয়ে যাওয়া হচ্ছিল মল্লিকপুরের দিকে।
বাইক চালক যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন সেখানকার কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট রাজেশ মণ্ডল। অভিযোগ, যুবকের কথায় অসঙ্গতি ছিল। উল্টোদিকে কিশোরীরা জানায় ওই যুবককে তারা চেনেই না। চুরির অপবাদ দিয়ে নাকি তাদের বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ জানায় তারা। কিশোরীদের চোখে মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কেন দুই কিশোরীকে ওভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অপহরণ করার চেষ্টা হচ্ছিল কিনা তা নিয়ে রহস্য ঘনিয়েছে।
এরপরই ওই বাইক চালককে আটক করা হয়। তিলজলা থানায় নিয়ে যাওয়া হয় তাদের।