Latest News

জীবনের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন, কলকাতার মেলায় কথা বলল প্রযুক্তি

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশা যেমন ছিল, ঠিক তেমনভাবেই শেষ হল কলকাতা বিজ্ঞান মেলা (Kolkata Science and Technology Fair)। ৫ দিনের এই মেলা ঘিরে উন্মাদনা ছিল সকলের মধ্যেই। উত্তর কলকাতার হেদুয়া পার্কে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞানের প্রতি আগ্রহ কার না নেই। সেই আগ্রহকেই মাথায় রেখে প্রতিবছর আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হচ্ছে। গত বছর করোনার কারণে এই মেলা অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার সেই বাধা কাটিয়ে মেলা জমে উঠেছে।

Image - জীবনের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন, কলকাতার মেলায় কথা বলল প্রযুক্তি

এই মেলার বিশেষ আকর্ষণ ছিল ট্যালেন্ট হান্ট, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল প্রতিযোগিতা (আন্তঃবিদ্যালয় ও আন্তঃমহাবিদ্যালয়), প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতা, পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান সংক্রান্ত সেমিনার।

বহু বিশিষ্ট মানুষ এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন। আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌল বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর তথা আইআইটি খড়্গপুরের অধ্যাপক সুমিতকুমার রায় এই মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এই মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী বিকাশ সিংহ।

এই মেলায় বিভিন্ন জেলা থেকে ছাত্র ছাত্রীরা অংশ নেয়। তাদের সেরা কাজ নিয়ে অংশ নেয় পড়ুয়ারা। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে সেরাদের।

এক নজরে দেখে নেওয়া যাক সেরার সেরা হল কারা–

আন্তঃবিদ্যালয় মডেল প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন (মেইন)।

আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতাতেও প্রথম হয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন (মেইন)।

আন্তঃমহাবিদ্যালয় কুইজ কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছে স্কটিশ চার্চ কলেজ।

স্কটিশ চার্চ কলেজই জিতে নিয়েছে আন্তঃমহাবিদ্যালয় মডেল প্রতিযোগিতা।

সেরা জেলার মডেল: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাওড়া।

সেরা স্টল: ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম।

Image - জীবনের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন, কলকাতার মেলায় কথা বলল প্রযুক্তি

এবছরের মেলা শেষ হতে না হতেই আগামী বছরের জন্য প্রহর গোনা শুরু করে দিয়েছেন বিজ্ঞানপ্রেমী মানুষেরা। ২০২৪ সালে এই মেলা আরও অনেক চমক নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কারণ আগামী বছরই এই মেলা ২৫ বছরে পা দিতে চলেছে।

আইবিএমেও ছাঁটাই, একদিনে চাকরি খোয়ালেন চার হাজার

You might also like