Latest News

ময়দানের রেফারি সংস্থায় লক্ষ্মীলাভ, বদলে যাচ্ছে মান্ধাতা আমলের তাঁবু

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রেস ক্লাবের (Press Club) বিপরীতে ময়দানের রেফারি সংস্থার তাঁবু (Calcutta Referees Tent) আমূল বদলে যেতে চলেছে। সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। মান্ধাতা আমলের এই তাঁবু মানে বাঙালি ফুটবল প্রেমীদের কাছে এক বড় নস্টালজিয়া। সেই ছবি বদলে যেতে চলেছে।

১৯৩২ সালে রেফারি সংস্থা প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে সংস্কার হয়েছে হাতেগোনা। এর মধ্যে বহু আইএফএ সচিব এসেছেন, কিন্তু পুরোপুরি ভোলবদলের পথে কেউ যাননি।

ট্র্যাবক ওনলি নামে এক কোম্পানি দুই বছরের জন্য রেফারিদের কিট স্পনসর করছে। চুক্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর পাশাপাপাশি হেক্সা টিএমটি বার রেফারির তাঁবুর সংস্কারের দায়িত্ব নিয়েছে।

রাতারাতি বাজিমাত ইস্টবেঙ্গলের, এক সঙ্গে পাঁচ বিদেশীকে সই লাল হলুদের

আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই প্রসঙ্গে বলেছেন, ‘‘কলকাতার রেফারিরা লড়াকু মানসিকতার সঙ্গে ম্যাচ পরিচালনা করে থাকেন। তাঁদের উন্নতির পিছনে পৃষ্ঠপোষক পাওয়া গিয়েছে, এজন্য আনন্দের কোনও সীমা নেই। তাঁবুর সংস্কারের জন্য স্পনসর পাওয়া গিয়েছে, এটিও বড় বিষয়।’’

জর্জ টেলিগ্রাফের অন্যতম নামী কর্তা আরও জানিয়েছেন, ‘‘রেফারিদের কোনও ভয় নেই। তাঁরা নির্ভয়ে ম্যাচ খেলান, আইএফএ আপনাদের পাশে থাকবে। বড় দলের বিপক্ষেও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’’

কলকাতা রেফারি সংস্থার সচিব উদয়ন হালদারের উদ্যোগেই দুটি ভাল স্পনসর পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি নিজের কথা না বলে পুরো সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। একসময়ের দাপুটে রেফারি উদয়ন বলেছেন, ‘‘স্পনসরের জন্য সকল সদস্যের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। আমাদের এই তাঁবু ঢেলে সাজানো হচ্ছে। এটিও ময়দানের অন্যতম দেখার স্থান হবে।’’

You might also like